Site icon janatar kalam

এডিসি নির্বাচনকে সামনে রেখে দলীয় রণকৌশল নিয়ে সভায় বসল আই এন পি টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা:- সোমবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো আই এন পি টির দলীয় কার্যকরী সভা. এদিনের সভার মূল বিষয়বস্তু তুলে ধরেন আই এন পির সাধারণ সম্পাদক জগদিশ দেববর্মা, এদিন এদিন তিনি রাজ্যে লকডাউন এর নিয়ম-নীতি ও সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে সভার আয়োজন বলে জানান এবং সভায় দীর্ঘ তিন মাস পর সংগঠনকে কিভাবে চাঙ্গা করা যায় এবং আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে দলীয় রণনীতি কৌশল এবং সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল ও এনআরসি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি. এদিনের সভায় উপস্থিত ছিলেন আই এন পি টি সভাপতি বিজয়ের রাঙ্খল এবং সম্পাদক জগদিস দে প্রমাণসহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা.

Exit mobile version