Site icon janatar kalam

বিপন্ন মুহূর্তে গরিবদের মাঝে ত্রাণ সামগ্রী ও বৃক্ষ রোপনে মন্ত্রী সান্তনা চাকমা

কাঞ্চনপুর ভারতীয় প্র‌দ্যেু‌াগি‌কিবিদ স‌ংঘের পক্ষ থে‌কে ত্রান সামগ্রী বিতরন এবং বৃক্ষ রোপন পর্ব অনুষ্ঠিত হয়।প্রথ‌মে সাতনালা টাউন হ‌লে প‌শ্চিম সাতনালা এবং মনু ‌চৈই‌ল্টো এডিসি ভিলেজ এর এলাকাবা‌সীদের ম‌ধ্যে ত্রান সামগ্রী বিতরন এবং প‌রে কাঞ্চনপুর নতুন মটর‌স্টে‌ন্ডে বৃক্ষরুপন পর্ব পালন করা হয়।‌সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেনসমাজ কল্যান দপ্ত‌রের মন্ত্রী শান্তনা চাকমা, ভারতীয় প্র‌দ্যেু‌াগি‌কিবিদ স‌ংঘের ত্রিপুরা রা‌জ্যের সাধারন সম্পাদক ই‌ঞ্জ‌িনীয়ার প্রনব ঘোষ।‌বিধায়ক প্রেমকুমার রিয়াং এবং ,আর ছি‌লেন কাঞ্চনপুর বি‌জি‌পি মন্ডল সভাপ‌তি গৌতম রায়,‌ছি‌লেন ত্রিপুরা ম‌হিলা ক‌মিশনার বর্ণালী গোস্বামী এবং এর সা‌থে সম্পর্কযুক্ত দপ্ত‌রের আধিকারিকেরা।

Exit mobile version