জনতার কলম ,ত্রিপুরা,জম্পুই জলা প্রতিনিধি :- শুক্রবার আই পি এফ টির হাতে আক্রান্ত হয়েছিলেন টাকার জ্বলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মা উনার গাড়িকে ভাঙচুর করে আইপিএফটি কর্মীরা এর প্রতিবাদে শনিবার জম্পুই জলা থানার সামনে প্রতিবাদমুখর হন বিজেপি জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব প্রতীক কিশোর দেববর্মা জননেতা রাজিব দেববর্মা এছাড়া বিধায়ক রাম পদ জমাতিয়া বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বিজেপি কর্মীসমর্থকরা হাজির হয় নেতা গ্রেপ্তারের দাবিতে জম্পুই জলা থানার সামনে তাদের দাবি যারা নির্মল দেববর্মা গাড়ি ভাঙচুর করেন তাদের গ্রেপ্তার করতে হবে এছাড়া জম্পুই জলা সফর করেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা সহ বিজেপি প্রতিনিধি দল তারা গাড়িটি দেখেন জাম্পুইজালা থানা পুলিশের সাথে কথা বলেন দোষীদের গ্রেপ্তার দাবি রাখে।