সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- শনিবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে আয়োজিত হল সাহিত্যসম্রাট তথা বন্দেমাতরম সংগীতের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মবার্ষিকী ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান. এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এদিন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল ও মাল্য দান করে সাহিত্য সম্রাট এর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন. এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয় কৃষ্টি-সংস্কৃতি কে যে ভাবে তুলে ধরেছেন সেটাকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে ত্রিপুরাবাসী দারুণভাবে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি পাশাপাশি অনুষ্ঠান থেকে অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব.