Site icon janatar kalam

নৃশংস ভাবে খুন এক দল দুস্কৃতিকারীদের দারা আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলি

জনতার কলম,এিপুরা,গন্ডাছড়া প্রতিনিধি :- নিজ বাড়িতে নৃশংস ভাবে খুন হন আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলি(৩৫)।বাড়ি গন্ডাছড়া মহকুমার নারায়নপুর এডিসি ভিলেজের মুসলিম পাড়া। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আনুমানিক এগারটা নাগাদ । এই সময় ওয়ারিশ আলি ও তার স্ত্রী সালেমা বিবি(২৫) বাড়িতে ছিলেন। হঠাৎ এক দল দুস্কৃতিকারি ঘরে ঢুকে ওয়ারিশ আলিকে দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বামীকে বাচাতে গিয়ে স্ত্রী সালেমা বিবিও গুরুতর ভাবে আঘাত পান। তাদের দুই জনকেই গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এদের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই জিবি হাসপাতালে রেফার করে। তবে রাস্তাই ওয়ারিশ আলির মৃত্যু ঘটে। অপর দিকে স্ত্রীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনার পর পরই ধলাই জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

Exit mobile version