জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বৃহস্পতিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় বিজেপি গোমতী জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠক। গোমতী জেলা ভিত্তিক এই সাংগঠনিক বৈঠকে পৌরহিত্যে করেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিজেপি প্রদেশে রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি রাজ্য নেতা রতন ঘোষ, সুব্রত চক্রবর্তী, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রঞ্জিৎ দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, চা উন্নয়ন নিগম এর চেয়ারম্যান সন্তোষ সাহা, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্বরা। এদিন সাংগঠনিক বৈঠক শেষ করে রাজর্ষি কলাক্ষেত্রের সামনে হাতে প্ল্যা কার্ড নিয়ে কালো দিবস পালন করেন বিজেপি নেতৃত্বরা। উল্লেখ্য, 1975 সালের 25 জুন এই দিনেই তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলো। তাই এর প্রতিবাদ জানিয়ে এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করলো বিজেপি নেতৃত্বরা।