সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- আজ রথযাত্রা উৎসব অনন্য বছরে দিনটি রাজধানীর জগন্নাথ বাড়িও রাজধানীর মঠ চৌমুহনী স্কন মন্দির রথ বের করে দর্শনার্থীদের উপস্থিতিতে এই দিনটি অন্যমাত্রা পেত। কিন্তু এবছর মহামারী করোনা ভাইরাস আতঙ্কে ঘোষিত লক ডাউনের ফলে ধর্মীয় সব উৎসব স্থগিত রেখেছে জেলা শাসকের নির্দেশে ধর্মীয় স্থান গুলি। তারই পরিপ্রেক্ষিতে আজ রথ যাত্রার প্রথম দিনে দেখা যায় রাজপথে কিছু দর্শনার্থীরা ছোট ছোট রথ বানিয়ে রাস্তায় বের করেছে জগন্নাথ সুভদ্রা বলরাম এর ভ্রমণের উদ্দেশ্যে। রাজ্যে যদি লকডাউন না থাকতো তাহলে আজকের এই দিনটি রাজধানীর রাজপথ রথ ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকত তা বলাই বাহুল্য।