Site icon janatar kalam

চুরির ঘটনা সহ বিদ্যুতের সমস্যা সমাধান নিয়ে পথ অবরোধে বিলোনিয়া মনুরমুখ এলাকার মানুষেরা

জনতার কলম, এিপুরা, বিলোনিয়া প্রতিনিধি :- রাতের বেলায় নিশি কুটুম্বদের অতিষ্ঠ মনুর মুখের এলাকাবাসীরা । প্রায় সময়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় চুরি হচ্ছে গরু । প্রতিদিন রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এলাকায় নেমে আসে ঘোর অন্ধকার । এই সুযোগকে কাজে লাগিয়ে নিশিকুটুম্বদের দল হানা দিচ্ছে গরুর ঘরে । গরু চুরির ঘটনার বিষয়ে পুলিশকে জানানোর পরেও কোন সুরাহা হচ্ছে না । পাশাপাশি বিদ্যুৎ দপ্তরেও বহুবার জানানো হয় বিদ্যুৎ এর সমস্যা নিরসনে । তাদের অভিযোগ এ ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা তাদের সমস্যা সমাধান না করার ফলে এলাকাতে রাতের বেলা নেমে আসে অন্ধকার । ফলে গরু চুরির হিরিক বেড়েই চলছে । পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহলদারির ব্যাবস্থার দিকে আঙ্গুল তুলে মনুরমুখ এলাকার ক্ষুব্ধ এলাকাবাসীরা বিলোনিয়া থেকে আগরতলা যাওয়ার পথ অবরোধ করে। বিলোনিয়া দক্ষিণ ভারত চন্দ্রনগর গ্ৰাম পঞ্চায়েতের অধীন মনুরমুখ এলাকা । এই এলাকায় পুলিশের পাহারা ব্যাবস্থা করার পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা ঠিক মত চালু করার দাবি নিয়ে অবরোধকারীরা সোমবার সাত সকালে রাস্তায় বাঁশ ফেলে অবরোধে বসে । প্রায় দুই ঘন্টার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় ।এলাকা বাসির অভিযোগ গত বেশ কয়েকদিন আগে থেকে এই এলাকা থেকে রাত্রিবেলা প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে। গতকাল রাতেও গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল নিশিকুটুম্বের দল। এলাকার অবরোধ কারীদের অভিমত চুরি করার আগে প্রায় সময়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে এলাকায়, সঠিক সময়ে বিদ্যুৎ থাকে থাকেনা।। এলাকাবাসীরা বার বার পুলিশ প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না।গতকাল রাতে তিনটার সময় ফোন করা হয়েছিল পুলিশকে, কিন্তু ঘটনাস্থলে আসেনি। সকালে প্রায় দুই ঘণ্টার অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলার পর পুলিশ প্রশাসনের নজরদারির ব্যবস্থা আশ্বাস পেয়ে অবরোধ কারীরা অবরোধ মুক্ত করে ।পুলিশের সামনেই অবরোধকারীরা হুঁশিয়ারি দেয় বিদ্যুৎ এর সমস্যা যদি সমাধান না হয় আবারো পথ অবরোধে বসবে এলাকাবাসীরা ।এই অবরোধের ফলে রাস্তার দুধারে দুরপাল্লার যানবাহন দাঁড়িয়ে পড়তে হয়।

Exit mobile version