জনতার কলম, এিপুরা উদয়পুর প্রতিনিধি :- কাঁকড়াবন, মাতাবাড়ি ব্লকের পর এবার গোমতী জেলার টেপানিয়া ব্লকের পর্যালোচনা বৈঠক করলেন সাংসদ প্রতিমা ভৌমিক l
বৈঠকে একটিও গ্রামীণ রাস্তা যাতে কাঁচা না থাকে সেই বিষয়ে গুরুত্ব দেন সাংসদ প্রতিমা ভৌমিক l সোমবার দুপুরে টেপানিয়া ব্লকের কনফারেন্স হলে ব্লকের সার্বিক উন্নয়নমূলক কাজের উপর পর্যালোচনা বৈঠকে গুরুত্ব দেন সাংসদপ্রতিমা ভৌমিক l এই বৈঠকে সাংসদ বিভিন্ন আধিকারিকদের উদ্দেশে বলেন , কৃষকের কোন জমি অনাবাদি থাকা যাবেনা l সংসদ দপ্তরের আধিকারিকদের কাছ থেকে জানতে চেয়েছেন , রাজ্য সরকারের এই সময়ে কি কি কাজ হয়েছে l আর কি কি কাজ বাকি আছে l তিনি আধিকারিকদের উদ্দেশে বলেন রাজ্যের জনগণের স্বার্থ্যে কি ভাবে কাজ করলে জনগণের উন্নতি হবে সেই বিষয়ে নতুন ভাবনার উদ্ভব ঘটানোর উপর সংসদ গুরুত্ব দেন l একই সঙ্গে , সাংসদ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি সঠিক ভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব দেন l এই ধরণের প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোন রকম রং দেখা না হয় সেই বিষয়েও সাংসদ স্পষ্ট করে বলে দেন l কৃষি কাজের ক্ষেত্রে কোন বিষয়ে যদি জল সেচের সমস্যা থাকে সেই বিষয়ে নতুন করে পরিকল্পনা গ্রহণ করে কৃষি কাজ বৃদ্ধির উপর সংসদ গুরুত্ব দেন l এছাড়া আত্ম নির্ভর ভারত গঠনে সরকারের উদ্যোগ গুলি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরকে দায়িত্ব নিতে হবে l এই বৈঠকে সংসদ ছাড়া অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন টেপানিয়া আর.ডি ব্লকের বি ডিও প্রণয় দেবনাথ , , বিধায়ক রাম পদ জমাতিয়া , গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী , জেলা সহকারি সভাধিপতি দেবল দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ সকল পঞ্চায়েত প্রধান প্রমূখ l