Site icon janatar kalam

ইটভাট্টার মালিকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা শ্রমিকদের

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা বক্সনগর:- করোনা ভাইরাস এর আতঙ্কে গোটা দেশব্যাপী দেশের প্রধানমন্ত্রী লকডাউন এর ঘোষণা দিয়েছিলেন আর সেই লকডাউন এ রাজ্যে আটকে পড়েন বহি রাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকরা. রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে যে জায়গায় চালু হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন সে জায়গায় পিছিয়ে রইল বক্সনগর রাম ঠাকুর ইটভাট্টার শ্রমিকরা. জানা যায় রবিবার ইটভাট্টার শ্রমিকরা বক্সনগর থেকে হেঁটে চন্দ্রপুর আসলো। তাদের অভিযোগ এরা মালিকপক্ষের কাছে বর্ষার মরশুম এসেছে তাদের বাচ্চাদের নিয়ে বাড়ি যাওয়ার অনুরোধ জানালেও মালিকরা নাকি তাদের যেতে দিচ্ছে না এবং তাদের উপর মানসিক অত্যাচারের কথা ও জানান একজন শ্রমিক তাছাড়া মালিক নাকি তাদেরকে কোন টাকা পয়সা দেয় না বলেও জানান এরা। এখন তারা এখান থেকে হেঁটে কুচবিহারের উদ্দেশ্যে রওনা হবে শ্রমিকরা বলে জানা যায়।

Exit mobile version