Site icon janatar kalam

নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য প্রশাসনের, উদ্ধার ১৮০ কেজি গাজা, লরি সহ আটক ৩

জনতার কলম ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশাবিরোধী অভিযানে নেমে আজ বড়সড় সাফল্য অর্জন করে তেলিয়ামুড়া থানার পুলিশ । ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের ‘DSP’ সোনাচরন জমাতিয়া ও তেলিয়ামুড়া থানার Sub Inspector প্রীতম দত্তের নেতৃত্বে ১৪ চাকার একটি লড়ি-তে তল্লাশি চালিয়ে ১৮০ কেজি গাঁজা ও লড়ি সহ ৩ জনকে আটক করা হয় । ঘটনা আজ তথা রবিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া থানার সামনে । ঘটনার বিবরণে জানা যায়, আজ ভোরে তেলিয়ামুড়া ট্রাফিকের ‘DSP’ সোনাচরণ জমাতিয়া গোপন সংবাদ পায় যে, ১৪ চাকার একটি লড়িতে করে শুঁকনো গাঁজার প্যাকেট আসবে । আর সেই খবর পেয়ে ‘DSP’ সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তেলিয়ামুড়া থানার সামনে উৎ পেতে বসে থাকে । আর খবর মতোই ঠিক ভোর ৪ টা নাগাদ BR 03-GA-9114 নম্বরের একটি ১৪ চাকার লড়ি আসছে প্রত্যক্ষ করে ‘DSP’ সোনাচরণ জমাতিয়া সহ পুলিশকর্মীরা গাড়িটি জাতীয় উদ্ধার করে । সেইসাথে পুলিশ লড়িতে থাকা ৩ জনকে আটক করেছে । খবর পেয়ে থানায় ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক তথা তেলিয়ামুড়ার SDPO বি. জগদীশ্বর রেড্ডি । পুলিশ তদন্তের স্বার্থে ধৃত ৩ জনের নাম জানায় নি । তবে জানা যায়, লড়িটি জিরানীয়া থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল এমন সংবাদই জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক তথা SDPO বি. জগদিশ্বর. রেড্ডি । তবে এই শুঁকনো গাঁজার প্যাকেটের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলেও তিনি জানান । তিনি আরও জানিয়েছেন, আগামী দিনেও তাদের এইরকম নেশামুক্ত অভিযান জারি থাকবে ।।

Exit mobile version