জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি:- রবিবারের সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান এই দশকের শেষ সূর্যগ্রহণ। পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩১ সালের ২১শে মে। ফলে অনেকেই শৈশবে সূর্যগ্রহণ দেখার স্মৃতি থেকে বঞ্চিত হবেন। কারো জন্য হয়তো এটিই জীবনের শেষ সূর্যগ্রহণ দেখার সুযোগ।স্বাভাবিকভাবেই এই গ্রহণ নিয়ে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ সবার মধ্যে উৎসাহ তুঙ্গে। তবে উৎসাহে কিছুটা বাদ সেধেছে করোনা ভাইরাস। উপযুক্ত নিরাপত্তা ছাড়া সূর্যের দিকে তাকানো বিপদজনক। তাই ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি নিরাপদ সোলার ফিল্টার ও কম্পিউটার নিয়ন্ত্রিত টেলিস্কোপের সাহায্যে উদয়পুর নজরুল গ্রন্থাগারের ছাদ থেকে সূর্যগ্রহণ দেখানোর ব্যবস্থা করেছে। তবে কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশাবলী কঠোরভাবে প্রযোজ্য করেই এদিন সকাল ১১ টা থেকে দুপুর 2 টা ১৫ পর্যন্ত. নিরাপদ সোলার ফিল্টার ও কম্পিউটার নিয়ন্ত্রিত টেলিস্কোপের সাহায্যে উদয়পুর নজরুল গ্রন্থাগারের ছাদে সকলের জন্য সূর্যগ্রহন দর্শনের ব্যবস্থা করেন। এদিন সার্বিক বিষয়টি পরিচালনা ও তত্ত্বাবধান করেন ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সম্পাদক অয়ন সাহা।