Site icon janatar kalam

রাজ্যেও চীন থেকে আসা সন্দেহে ৩নাগরিককে করোনা ভাইরাসের পরীক্ষা করানো হল

করোনা ভাইরাস নিয়ে সতর্ক রাজ্যেও। ইতি মধ্যে মহারাজা বীরবিক্রম বিমানবন্দর ও আখাউড়া চেকবা পোস্টে বসানো হয়েছে স্কিনিং মেশিন। এনিয়ে মঙ্গলবার আগরতলা সরকারি মেডিকেল কলেজে এক সতর্কতা মূলক আলোচনা চক্রের আয়োজন করা হয়। মেডিকেল কলেজ ও জি বি হাসপাতালের চিকিৎসক,নার্স ও টেকনেশিয়ান দের নিয়ে আয়োজিত আলোচনা চক্রে মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসকরা আলোচনা করেন।করোনা ভাইরাস নিয়ে সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকারও এনিয়ে মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক জানান রাজ্যে সন্দেহ মূলক ভাবে চীন থেকে আসা ৩নাগরিক কে পরীক্ষা করানো হয়। তবে তাদের মধ্যে কোন সিনড্রোম পাওয়া যায়নি তাই ভয়ের কোনও কারন নেই।তথাপি এই ভাইরাস মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসন। ইতি মধ্যেই জি বি হাসপাতালে গড়ে তোলা হয়েছে সমস্ত রকম পড়ি কাঠামো।

Exit mobile version