Site icon janatar kalam

আমফানের ফলে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালো স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট

আমফানের ভয়ঙ্কর তান্ডবের ফলে সুন্দরবন এলাকায় বসবাস কারী মানুষেরা যখন নিরুপায় হয়ে পড়েছে, ঠিক সেই সময় তাদের শক্তি ও সাহস জোগাতে পাশে এগিয়ে এসেছে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট। সেখানে ১৭০টি পরিবারের হাতে মুড়ি, চিরে, ছাতু, চিনি, বিস্কুট, সাবান ওষুধপত্র ও জামাকাপড় তুলে দেওয়া হয় স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ্য থেক। এদিন স্বর্ণদ্বীপের টীম তাদের পাশে এগিয়ে যাওয়াতে এলাকার মধ্যে খুশির বাতাবরণ পরিলক্ষিত করা হয়েছে। তবে এধরণের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে আশা ব্যক্ত করলেন স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের কতৃপক্ষরা।

Exit mobile version