Site icon janatar kalam

ডিজির সাথে সাক্ষাৎকারে সারা ভারত আইনজীবী ইউনিয়ন

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা : রাজ্যে লক ডাউন চলাকালীন বিভিন্ন সামাজিক সংস্থা অর্থাৎ বামপন্থী সংস্থাগুলির ত্রাণ বিতরণ কর্মসূচিতে ও সামাজিক কার্যকলাপের কর্মসূচিগুলোতে শাসক দল বিজেপির ক্যাডারদের হামলাকে ঘিরে পুলিশে মামলা করা হলেও কোনো কাজ হচ্ছে না কিন্তু যে মামলা করছে তাকেই নানা রকমভাবে হেনস্তা করা হচ্ছে দেখে ও রাজ্যের নানা অপরাধজনিত ঘটনার তালিকা বানিয়ে সারা ভারত আইনজীবী ইউনিয়নের পক্ষ থেকে রাজধানীর আখাউড়া রোডস্থিত পুলিশ হেডকোয়ার্টারে ডিজির সাথে ডেপুটেশনে মিলিত হন, পাশাপাশি এদিন আইনজীবী হরিবোল দেবনাথ জানান তাদের মেমোরেন্ডাম দেখে ডিজি সাহেব অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে আশ্বাস দিয়েছে বলে জানান। তাছাড়া এদিন তিনি আরো বলেন যে লক ডাউনের পূর্বেতো ছিলই লক ডাউনের মাঝেও রাজ্যে নারী নির্যাতনের মতো অপরাধ ছিল লক্ষণীয় এবং রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে গিয়েছে বলেও অভিমত ব্যাক্ত করেন তিনি।

Exit mobile version