সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: জানা যায় গত ১৩ই জুন টিবি জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় দাস নামক এক ব্যক্তি. ঘটনা সূত্রে খবর এলাকার এক সমাজসেবী বিগত দিনে বিভিন্ন সমস্যা সমাধানে সঞ্জয় দাস ও তার পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন এলাকার সমাজসেবী তনুশ্রী আচার্জী. প্রয়াতঃ সঞ্জয় দাস রেখে যান ওনার স্ত্রী ও এক শিশু পুত্র, কন্যা সন্তানকে. উনার মৃত্যুর পর উনার স্ত্রী পুত্র, কন্যা সন্তান অসহায় হয়ে পড়ে তা দেখে সমাজসেবী তনুশ্রী আচার্জী বিভিন্ন সামাজিক সংস্থার সাথে কথা বলে তাদের থাকার ব্যবস্থা করে দেয় সমিতির একটি ঘরে, পাশাপাশি তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছে রুটি ব্যাংক ফাউন্ডেশন ও চাইল্ড লাইনের কর্মকর্তারা. এদিকে এই সাহায্য পেয়ে কিছুটা স্বস্তির শ্বাস নিল প্রয়াত সঞ্জয় দাসের স্ত্রী.