সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: জানা যায় পুরাতন আগরতলা নিজ পাড়ার একটি মেয়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় এক যুবক, 5 বছরের সম্পর্ক রাখার পর ছেলেটির ব্যাপারে মেয়েটি নিজের মা-বাবাকে জানানোর পর বাধে বিপত্তি, ছেলেটি জানায় 5 বছরের সম্পর্কের পর মেয়েটি ছেলেটি্র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশের পর মেয়েটির মা বাবা তাতে আপত্তি জানায় যার ফলে গত মে মাসে কথাবার্তা হওয়ার পর আজ অব্দি কথাবার্তা হয়নি এবং মেয়েটিকে তার মা-বাবা অত্যাচার করে বলে মেয়েটি তাকে জানিয়েছে বলে জানান প্রেমিক যুবক.