Site icon janatar kalam

গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার পুলিশের জালে ৪০৫ কেজি শুকনো গাঁজা

জনতার কলম ,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা বিরোধী অভিযানে নেমে ফের বড়সড় সাফল্য পেলো মুঙ্গিয়াকামী থানার পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ আজ তথা বুধবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় জাতীয় সড়কে একটি ১২ চাকার লরি তল্লাশি চালিয়ে মোট ৪০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানার পুলিশ নিত্য দিনের মতো আজ সকালে ভেহিক্যাল চেকিং-এ নামে ৪১ মাইল জাতীয় সড়কে নামে। ঠিক এমন সময় TN 30 BW – 6315 নম্বরের একটি ১২ চাকার লড়ি জাতীয় সড়কে থামিয়ে চেকিং করতেই সেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে অবৈধ শুঁকনো গাঁজার প্যাকেট । উল্লেখ্য, এর মধ্যে ২৪ টি প্যাকেটে ছিল ১২ কেজি করে ২৮৮ কেজি এবং ৯-টি প্যাকেটে ছিল ১৩ কেজি করে ১১৭ কেজি । মোট ৪০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার। পরে খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানায় ছুটে যান, তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক তথা ‘SDPO’ বি. জগদীশ্বর রেড্ডি । তবে পুলিশ সেই লড়িটিকে আটক করতে পারলেও লরির চালক ও সহ-চালক পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশের নাগাল থেকে । তবে উদ্ধারকৃত এই শুকনো ৪০৫ কেজি গাঁজার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাক।

Exit mobile version