Site icon janatar kalam

চার দফা দাবির ভিত্তিতে সিপিআইএমের নেওয়া কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো উদয়পুরেও

জনতার কলম,এিপুরা উদয়পুর প্রতিনিধিঃ – সিপিআইএম কেন্দ্রীয় কমিটির আহবানে চার দফা দাবির সমর্থনে সারা রাজ্যেজুড়ে হয় বিভিন্ন কর্মসূচি। আজ তথা মঙ্গলবার উদয়পুর সিপিআইএম মহকুমা কমিটির সদর কার্যালয়ে সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে চার (৪) দফা দাবির সমর্থনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ১১ ঘটিকায়। কিন্তু বাম নেতা কর্মীরা যখন পাটি অফিস থেকে বের হয়ে রাস্তায় নামে প্রতিবাদ করতে। তখনই পুলিশের বাধার সম্মুখিন হতে হয় সিপিএমকে। শুরু হয় পুলিশের সাথে বাকবিতন্ডা। পরে পাটি অফিসের বারান্দায় হয় বিক্ষোভ কমসূচি। উপস্থিত ছিলেন বাম বিধায়ক রতন ভৌমিক সহ মহকুমা ও জেলার বাম নেতৃত্বরা।

Exit mobile version