janatar kalam Home রাজ্য রাজ্যে আটকে পড়া তিন বাংলাদেশী নাগরিকের পাশে এসে দাঁড়ালো রাজ্যের অন্যতম ছাত্রসংগঠন এন এস ইউ আই.
রাজ্য

রাজ্যে আটকে পড়া তিন বাংলাদেশী নাগরিকের পাশে এসে দাঁড়ালো রাজ্যের অন্যতম ছাত্রসংগঠন এন এস ইউ আই.

পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের তিনজন নাগরিক ব্যাঙ্গালুরুতে চিকিৎসা সূত্রে যাওয়া নাগরিকরা গত ৬ জুন দেশে ফেরার উদ্দেশ্যে আগরতলায় আসে এবং রাজ্যে লকডাউন এর ফলে তারা আটকে পড়ে, গতকাল রাজ্যের কিছু সাংবাদিক কে কাছে পেয়ে নিজেদের অবস্থার কথা তুলে ধরেন. রাজ্যের সংবাদমাধ্যম থেকে রাজ্যে আটকে পড়া পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের নাগরিকদের অবস্থা কথা জানতে পেরে আজ তাদের পাশে গিয়ে দাঁড়ালো রাজ্যের অন্যতম ছাত্র সংগঠন এন এস ইউ আই. এদিন এন এস ইউ আই সভাপতি রাকেশ দাস জানান এই তিন বাংলাদেশি নাগরিক যতদিন অবধি রাজ্যে থাকবে ততদিন তাদের জল খাবারের ব্যবস্থা এনএসআই সভাপতি রাকেশ দাস বহন করবে. পাশাপাশি এদিন নাগরিকদের মধ্যে এন এস ইউ এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও করা হয়, তাছাড়া তিনি আরো জানান তাদের যেন অতি দ্রুত নিজ দেশে ফিরে যাবার ব্যবস্থা করা হয় তার জন্য আগরতলাস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই আবেদনটুকু তুলে ধরেন এবং এদিন তিনি আরো জানান তাদের দেশে ফেরানোর জন্য আগরতলা স্থিত হাইকমিশনার দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন. সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই বিষয়ে রাজ্য সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি.

Exit mobile version