জনতার কলম,উদয়পুর প্রতিনিধি,10 জুন:- কংগ্রেস দলে বড়সড় ভাঙ্গন ধরালো শাসক দল বিজেপি। বুধবার দুপুরে উদয়পুর ব্রম্মাবাড়ি স্থিত বিজেপি গোমতী জেলা কার্যালয়ে হয় এই দলবদল অনুষ্ঠান। এদিন বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় এর হাঁত ধরে বিজেপিতে যোগদান করলো যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক বিশ্বজিত দাস, কাকরাবন ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি গৌতম সূত্রধর, কাকরাবন ব্লক যুব কংগ্রেসের সহ সভাপতি আশিষ শীল,হরিজলা ফিসারির প্রাক্তন সভাপতি ভজন নমঃ, হরিজলা গ্রাম পঞ্চায়েতের সি পি আই এম এর প্রাক্তন সদস্য মরন দাস। এছাড়া এদিন যোগদান করেন হুরিজলার ডি ওয়াই এফ আই এর ইউনিট সেক্রেটারি হৃদয় দাস। এদিন নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি গোমতী জেলা সহ সভাপতি জীতেন মজুমদার, বিজেপি গোমতী জেলা অফিস সম্পাদক ত্রিদীপ কান্তি দাস, বিজেপি কাকরাবন মন্ডল সভাপতি বিশ্বজিত সরকার, জেলা কোষাধ্যক্ষ বাবুল দেব প্রমুখ।
Attachments area