janatar kalam Home রাজ্য কোন কাজ হচ্ছে না শুধু ক্ষমতায় বসে লুন্ঠন করছে বিজেপি ও আইপিএফটি জোট সরকার : মানিক
রাজ্য

কোন কাজ হচ্ছে না শুধু ক্ষমতায় বসে লুন্ঠন করছে বিজেপি ও আইপিএফটি জোট সরকার : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনে রয়েছে লোকসভা নির্বাচন। আর গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সবকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের মতো করে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়েছে। পাহাড়ে হারানো জমি পুনরুদ্ধারে তৎপর বামেরাও। তাই অধিকার সুরক্ষায় সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে শুক্রবার আগরতলা টাউন হলে গণমুক্তি পরিষদ, উপজাতি যুব ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক কনভেনশন। এদিনের কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটবুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ তিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শাসকদের তীব্র সমালোচনা করে বলেন,বিধানসভার নির্বাচনে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার পরাস্ত হয়েছে। তাদের ভোটের হার কমে দাঁড়িয়েছে ৪০ শতাংশ।এত কম ভোট নিয়ে রাজ্যের ইতিহাসে কোন সরকার ক্ষমতায় বসে নি। তবে এটাও করতে পারত না যদি জনজাতিদের সাথে প্রতারণা করা নব্য সংগঠন। আর এটা বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ ভালো করেই বুঝতে পারছে যদি জনজাতি অংশের মানুষের একটা অংশের ভোট সাধারণ অংশের ভোটের সাথে নিয়ে বিভ্রান্ত না করা যেত তাহলে ক্ষমতায় বসা সম্ভব হতো না। এটা তাদের পরাজয় বলে তারাও মেনে নিচ্ছে। বিজেপি এবং তিপ্রা মথাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এই কথাই বললেন শ্রী সরকার। ২০২৩-২৪ অর্থ বছরের বিধানসভা বাজেট প্রসঙ্গে পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বলেন এটা একটা জনবিরোধী বাজেট। এর মধ্যে জনগণের জন্য কিছুই নেই। ২০১৮ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সময় ঋণ ছিল ১২ হাজার ৯০০ কোটি টাকা, পাঁচ বছরে বর্তমান জোট সরকারের ঋণ ২৪ হাজার ৮০০ কোটি টাকা। কিন্তু পাঁচ বছরে রাস্তা ঘাট, বিদ্যুৎ, জল কিছুই করেনি এই সরকার। চারিদিকে শুধু অভাব অনাহার চলছে।গত এক সপ্তাহ আগেও বিশালগড়ে জন্মদাতা মা তার সন্তান বিক্রি করতে নিয়ে এসেছিল। ৪০ থেকে ৫০ হাজার টাকা দর কষাকষি হয়েছে। কোন কাজ হচ্ছে না শুধু ক্ষমতায় বসে লুন্ঠন করছে বিজেপি ও আইপিএফটি জোট সরকার বলে অভিযোগ তুলেন মানিক সরকার।

Exit mobile version