Site icon janatar kalam

৫০০ জন নির্মাণ শ্রমিকদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিলেন মন্ত্রী টিংকু রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে .বৃহস্পতিবার নির্মাণ শ্রমিকদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। এবিষয়ে তিনি জানান লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে নথিভুক্ত নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রায় এক হাজার নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। এই প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকদের মধ্যে ৫০০ জন শ্রমিককে এদিন বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। যাতে করে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে । এদিন তিনি আরও জানান রাজ্যে শহর এবং গ্রাম মিলিয়ে প্রায় ৩ লক্ষাধিক পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন। সেই ঘর নির্মাণে যে শ্রমিক প্রয়োজন এর একটা বড় যোগান এ জায়গা থেকে। এই প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। এই লক্ষ্য নিয়ে এই বোর্ড কাজ করছে। এদিন মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা।

Exit mobile version