janatar kalam Home রাজ্য সেবা সুশাসন গরিব কল্যাণে সিবিসির প্রদর্শনী
রাজ্য

সেবা সুশাসন গরিব কল্যাণে সিবিসির প্রদর্শনী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস কৈলাশহরের উদ্যোগে ঊনকোটি জেলার চিনি বাগানস্থিত ককবরক স্কুলে ২৫ জুলাই আয়োজিত হয়েছে এক প্রদর্শনী। ভারত সরকারের নয় বছর পূর্তিতে সেবা সুশাসন ও গরিব কল্যাণে উন্নয়নমূলক কর্মসূচির প্রদর্শনীতে এলাকার জনগণের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জোসেফ ডারলং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল রোয়া ডারলং, গঙ্গা দেববর্মা, সাংবাদিক তপন কুমার দাস। এদিন অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সিবিসি ফিল্ড অফিস কৈলাশহর ইনচার্জ এইচ কে চ্যাং। এদিকে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সংগীত নাটক বিভাগের অনুমোদিত গোমতী জেলার অমরপুর মহকুমার নৃত্য ঝংকার সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় সেবা সুশাসন ও গরিব কল্যাণের উপর সংগীত নাটক ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দর্শকদের নজর কেড়েছে নৃত্য ঝংকার আয়োজিত নাটকটি।

Exit mobile version