জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলীর নামকে কালিমা লিপ্ত করার অপপ্রয়াসের অভিযোগ।মহাপ্রভু শ্রীচৈতন্যের ভাবাদর্শকে সামনে রেখে সুদীর্ঘ পচিশ বছর ধরে যে কার্যসূচী ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী পালন করে চলছে তা কালিমালিপ্ত করতে কতিপয় ব্যক্তি অপপ্রয়াস চালিয়েছে। বিগত ২৪শে আগষ্ট উদয়পুর চন্দ্রপুরে তিন জেলা ভিত্তিক ধর্মসভাকে কলঙ্কিত করার জন্য ২১শে জুন উদয়পুর নিবাসী কোন এক ব্যক্তি চক্রান্তমূলকভাবে সেখানে বৈষ্ণবরা মারামারি করেছে বলে মিথ্যা কুটুক্তির ভিডিও করে সামাজিক মাধ্যম ফেইসবুকে পোষ্ট করলে ত্রিপুরার বিভিন্ন বিভাগীয় ও শাখা কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। ধর্মসভাকে কেন্দ্র করে এহেন মিথ্যা কুটোক্তি নিন্দনীয় ব্যাক্তির পরিচয় বলে মনে করে সংগঠন। গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীতে সুদীর্ঘ পঁচিশ বছর ধরে অবিরাম বৈষ্ণবধর্ম প্রচার প্রসার চালিয়ে আসছেন কেন্দ্রীয় সচিব-সনাতন দাস গোস্বামী। অভিযোগ উনার বিষয়ে অবৈধ জাল একটি চিঠি এক হস্তাক্ষরে ৪৩টি সই করা কাগজ যাতে সম্পূর্ণ মিথ্যা কথা মেঘলীপাড়াস্থিত শ্রী রাধাকৃষ্ণ আশ্রম হতে লিখিত রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে রানির বাজার, বণিক্য চৌমুহনীতে প্রচার করা হয়। এতে কেন্দ্রীয় নেতৃত্বের মান হানি করা হয়েছে বলে অভিমত ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলীর সদর বিভাগ।যা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী কোন মতেই মেনে নিতে পারছে না। ধর্মীয় জগতে এহেন হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াসকে সংগঠন তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। প্রতিহিংসামূলক ষড়যন্ত্র করা বৈষ্ণব ধর্মের নিতি নয়,তা একটি সমাজকে অধোদিকে ঠেলে দেয়। অবিলম্বে তা বন্ধ করা হউক, নতুবা অনর্থ ছায়ায় আমাদের ধর্মমত বিরাট ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সচিব সনাতন দাস গোস্বামী। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সংগঠনের সদর বিভাগ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার জন্য আহ্বান জানান।
Leave a Comment