জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
হাসপাতালের ব্লাড ব্যাংকের চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য রাখতে এবং মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবার স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এলো লাইট, সাউন্ড অপারেটর এন্ড হেলপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। এদিনের এই মহতী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। শিবিরের আনুষ্ঠানিক সূচনা করে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করলেন শ্রী ভট্টাচার্য। মহতি এই কর্মসূচিকে ঘিরে লাইট সাউন্ড অপারেটর ও হেলপারদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অসীম ভট্টাচার্য এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ব্যস্ততম জীবনের মধ্য দিয়েও মানুষের জন্য কিছু করার প্রত্যাশা নিয়ে এগিয়ে আসার লক্ষ্যেই তাদের এধরনের উদ্যোগ। এধরনের কর্মসূচির মধ্য দিয়েই মানবিক মূল্যবোধ প্রকাশ পায়।
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এলো লাইট, সাউন্ড অপারেটর এন্ড হেলপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
