জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সভাপতির পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ চেয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার চিঠি দিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস। তিনি এদিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে ব্যাক্তিগত কারনে তিনি এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এমন কি এদিন তিনি জানান গত বিধানসভা নির্বাচনের আগে তাকে দলের প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচনের পরে নিজের ব্যক্তিগত কারনে তিনি দলকে তেমন ভাবে আর সময় দিতে পারছিলেন না। পাশাপাশি শুধু পদ আঁকড়ে রাখার পক্ষপাতি নন তিনি। সে দিকে লক্ষ্য রেখে এদিন তিনি তার পদত্যাগ পত্র দলের সর্বভারতীয় সভাপতি তথা সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছেন। এদিন তিনি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তাকে প্রদেশ তৃনমূল কংগ্রেসের সভাপতি করার জন্য। রাজনৈতিক বিশ্লেষক মহলের অনুমান রাজ্যে প্রদেশ তৃনমূল কংগ্রেস এখন একপ্রকার অভিভাবকহীন। রাজ্যে দলের তাবড় তাবড় নেতৃত্বদের অনেকেই ইতিমধ্যেই শাসক দল বিজেপিতে যোগ দিয়েছেন। এর উপর মঙ্গলবার নিজের ব্যাক্তিগত কারন দেখিয়ে রাজ্যে দলের সভাপতির পদ এমন কি প্রাথমিক সদস্য পদ থেকে পর্যন্ত পদত্যাগ চেয়ে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস। তিনি কি অন্য কোন রাজনৈতিক দলে যোগ দেবেন কি না সে দিকেও তাকিয়ে বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে দলের কি চিত্র আগামী দিন আসে এ দিকে তাকিয়ে বিভিন্ন মহল।
Leave a Comment