Site icon janatar kalam

পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত সহ বিভিন্ন ক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। চলতি অর্থবর্ষের রাজ্য বাজেটেও বিভিন্ন দপ্তরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সেগুলির কাজ যাতে সময়ের মধ্যে রূপায়ণ করা যায় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত পর্যালোচনা করতে হবে। আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোক্তনার পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যে সমস্ত প্রকল্প মঞ্জুরীর জন্য কেন্দ্রীয় সরকারের নিকট পাঠানো হয়েছে তা মঞ্জুরী পাওয়ার ক্ষেত্রে দপ্তরের আধিকারিকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
সভায় পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব অভিষেক চন্দ্র জানান,বিভিন্ন দপ্তরের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্য সরকার সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনাটি চালু করে ছিল। ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ এই তিন অর্থবর্ষের জন্য এই পরিকল্পনাটি হাতে নেওয়া হয়। এই প্রকল্প রূপায়নের জন্য এক হাজার কোটি টাকা ব্যয় করা হবে। ২০২২-২৩ অর্থবর্ষে এই প্রকল্পে ইতিমধ্যেই ৬২১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পে বিভিন্ন দপ্তরের পরিকাঠামোগত উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে যা এবারের বাজেটেও উল্লেখ রয়েছে। এরজন্য ২০৯ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয় করা হবে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৫৫ কোটি টাকা ব্যয়ে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালে একটি পৃথক সংক্রমক ব্যাধি নিরাময় কেন্দ্র স্থাপন, ৪০ কোটি টাকা ব্যয়ে উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে বিজ্ঞান ভবন নির্মাণ, সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে কমলপুর নগর পঞ্চায়েতের নতুন অফিস বিল্ডিং নির্মাণ, কৈলাসহর ও উদয়পুরে ২৫ কোটি টাকা ব্যয়ে ২টি খুব আবাস নির্মাণ, ৪ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে ৩১টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু ৬ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে মহকুমাশাসকের অফিস এবং বিডিও অফিসের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা চালু ইত্যাদি।
সভায় পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব আরও জানান, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে উল্লেখ নেই এমন ২১টি কাজও চলতি অর্থবর্ষে সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনার অধীনে রূপায়ণ করা হবে। এরজন্য ৬৪ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও ২০২৩-২৪ অর্থবর্ষে সুবর্ণ জয়ন্তী নির্মাণ যোজনায় নতুন ২৩টি প্রকল্পের প্রস্তাব সভায় তুলে ধরা হয়। এই প্রকল্পগুলি অনুমোদন পেলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
পর্যালোচনা সভায় অর্থমন্ত্রী প্রানজিৎ সিংহ রায়, মুখ্যসচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের সচিব ডঃ দেবাশিষ বসু, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এল টি ডার্লং, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সন্দ্বীপ আর রাঠোর, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version