Site icon janatar kalam

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কৃষক খেতমজুর ভবনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের নতুন অফিস বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার। রাজধানী আগরতলার মেলারমাঠ এলাকায় নবনির্মিত কৃষক খেতমজুর ভবনের উদ্বোধন করলেন সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় নেতৃত্ব হান্নান মোল্লা। এতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর, ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ আরো অনেকে।। এদিন কৃষক খেতমজুর ভবনের উদ্বোধনের পর সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নেতৃত্ব হান্নান মোল্লা। এছাড়াও বৈঠকে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বৈঠকে কৃষক সভার সর্বভারতীয় কমিটির সর্বশেষ সভায় গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনার পাশাপাশি রাজ্যের কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতৃত্ব। এদিন সংগঠনে রাজ্য কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে হান্নান মোল্লা বলেন, দেশের কৃষকরা আজ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। কৃষকদের ফসলের ন্যায্য দামের দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই চলছে। দেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি কৃষক বিরোধী সরকার হল বর্তমান কেন্দ্রীয় সরকার। আগেও কোন সরকার কৃষকদের হয়ে কাজ করেছে এমনটা নয়। কিন্তু এই সরকারের মতো এত কৃষক বিরোধী আগে দেখা যায়নি। নরেন্দ্র মোদি হল কৃষক সমাজের এক নম্বর দুশমন। কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি তিনি। তিনটি কৃষক বিরোধী কালাকানুন কৃষকদের আন্দোলনে প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। কিন্তু বিল প্রত্যাহার করলেও অন্য দাবি গুলি যেগুলি প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজও পূরণ করেনি। তাই দাবি আদায়ের লক্ষ্যে কৃষকদের লড়াই সংগ্রাম আগামী দিনেও জারি থাকবে।।

Exit mobile version