Site icon janatar kalam

স্বপ্নের বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ের মর্যাদা দেব: সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বপ্নের বিশালগড়কে আমি শ্রেষ্ঠ বিশালগড় হিসেবে পরিণত করতে চাই। কাউন্সিলর থেকে বিধায়ক হয়েছি, সবটাই মানুষের আশীর্বাদে বয়োজ্যেষ্ঠরা ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে বিশালগড়ের উন্নয়নে কাজ করতে সাহায্য করলে অচিরেই রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ শহর হয়ে উঠবে বিশালগড়।নারাওরাস্থিত সামাজিক সংস্থা প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব। এদিন বিধায়ককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সংঘ গৃহে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির। শিবিরে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা: জ্যোতির্ময় দাস সহ অন্যান্য চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version