জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানীয়ার এনআইটি সংলগ্ন ইনস্টিটিউট অব ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ কমপ্লেক্সে আজ বনমহোৎসবের আয়োজন করা হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একটি আগর গাছের চারা রোপণ করে বনমহোৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। নগরায়নের ফলে যেভাবে বন ধ্বংস হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য আজ চ্যালেঞ্জের মুখোমুখি। পর্যটনমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করতে হবে। তাহলেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও বনায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রতম দেবনাথ, পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।
Leave a Comment