Site icon janatar kalam

উচ্চশিক্ষা অধিকর্তা সকাশেএন এস ইউ আই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কলেজে এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারছে না তাদেরকে পছন্দ মত কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া। বিপিএল ভুক্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের ভর্তির ফি মুকুব করে দেওয়া। সরকারি মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় গুলিতে অধ্যক্ষ, অধ্যাপক সহ অধ্যাপক ও অধ্যাপিকাদের শূন্য পদগুলি পূরণ করা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের দেওয়া সমস্ত প্রকার স্টাইপেন্ড ৩০ শতাংশ বৃদ্ধি করা ও নিয়মিত প্রদান করার দাবিতে সোচ্চার হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই। শুক্রবার এন এস ইউ আই এর পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার সাথে মিলিত হয়েছে এক ডেপুটেশনে। ডেপুটেশন কালে উচ্চশিক্ষা অধিকর্তা ছাত্র-ছাত্রীর স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলির প্রতি সহমত পোষণ করে অবিলম্বে উদ্ধতন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সহ-সভাপতি মোঃশাহজাহান ইসলাম।

Exit mobile version