জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সচেতনতামূলক প্রচার অভিযান কর্মসূচি গ্রহণ করেছে ওমেন্স কলেজ এনএসএস ইউনিট।শুক্রবার ওমেন্স কলেজ থেকে বের হয়ে ছাত্রীরা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সচেতন করার পাশাপাশি দোকানদারদের হাতে তুলে দিয়েছে লিফলেট। কর্মসূচি প্রসঙ্গে জনৈক ছাত্রী জানান , মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে সমস্ত স্কুল কলেজের ছাত্রীরা এই কর্মসূচির রূপায়নে ব্যাপক গুরুত্ব আরোপ করেছে। প্রত্যেক মানুষ সচেতন হলেই সম্ভব হবে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়া।মানুষের অসচেতনতার কারণেই মূলত বারবার উদ্যোগ নেওয়ার সত্ত্বেও রাজ্যকে প্লাস্টিক মুক্ত করা যাচ্ছে না।
Leave a Comment