জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুরের ঘটনা সমগ্র মাতৃজাতির প্রতি চরম অপমান, সভ্যতার লজ্জা। এই ঘটনার প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল হয়ে পড়েছে তখন বসে নেই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য সদর বিভাগীয় কমিটি। দুইজন উপজাতি রমণীকে বিবস্ত্র করে রাস্তায় ঘুরিয়ে গণধর্ষণ করার মত নেককার জনক ঘটনাকে কোন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। তার প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য সদর বিভাগীয় কমিটি মুখে কালো কাপড় বেঁধে নিরব প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছে।প্রসঙ্গত বর্বরোচিত এই ঘটনার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।