Site icon janatar kalam

প্রাণিসম্পদ বিকাশে আত্মনির্ভর হওয়ার আহ্বান মন্ত্রী সুধাংশু দাসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় খোয়াই জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক। বৈঠকে জেলায় দুগ্ধ উৎপাদন ও মৎস্য চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী সুধাংশু দাস। বলেন পশু পালনের মাধ্যমে আত্মনির্ভর হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা। কোন বেকার যুবক-যুবতী ইচ্ছে করলেই প্রাণী সম্পদ বিকাশের মাধ্যমে নিজেরা স্বনির্ভর হয়ে উঠতে পারে। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই দিন মন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়ে বলেন, সরকারিভাবে ঋণ নিয়ে যাতে সাধারণ বেকার যুবক-যুবতীরা অল্প দিনের মধ্যেই স্বনির্ভর হয়ে উঠতে পারে তার জন্য তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য।

Exit mobile version