জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
দিব্যাঙ্গজনেরা নিজে অসহায় ভাবার কোনও নেই। তারা সমাজের বোঝাও নন। রাজ্যে দিব্যাঙ্গজনেরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন সেজনা বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আজ সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় দিব্যাঙ্গজন বালক বালিকাদের ৩ মাসব্যাপী এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে একথা বলেন। নরসিংগড়স্থিত ইনস্টিটিউট ফর অ্যামপাওয়ারমেন্ট অব পার্সনস উইথ ভিজ্যুয়াল ডিসেবিলিটিস (দিব্যাঙ্গজন) কেন্দ্রে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে ১০ জন করে দিব্যাঙ্গ বালক ও বালিকা অংশ নিয়েছে। তাদের বাঁশের ফুলদানি, বাঁশের ল্যাম্প, বাঁশের বোতল ও বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় আরও বলেন, সরকার সব সময় দিব্যাঙ্গজনদের পাশে রয়েছে। দিব্যাঙ্গজনদের কল্যাণে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকার বর্তমান প্রজন্মকে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য নানা বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন এখানে যারা প্রশিক্ষণ নেবেন আগামীদিনে চলার পথে তা সহায়তা
করবে।
বিশেষ অতিথির ভাষণে ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান কৃষ্ণধন দাস বলেন, দিব্যাঙ্গজনদের বৃত্তিমূলক শিক্ষায় রাজ্য সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া বক্তব্য রাখেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস সেন। স্বাগত বক্তব্যে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা স্মিতা মল বলেন, ত্রিপুরা ব্যাম্বু মিশন এবং ত্রিপুরা হস্ততাঁত, হস্তকারু ও রেশম দপ্তরের প্রশিক্ষকগণ তাদের প্রশিক্ষণ দেবেন। কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান নিবেদিতা সাহা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এল রাঞ্চল, ডেপুটি কমিশনার অচিন্তম কিলিকদার সহ দিব্যাঙ্গজন ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকাগণ।