জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রিয়তমার শোকে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিল ১৮ বছরের প্রেমিক শাকিল। সংবাদে প্রকাশ, সাউথ রামনগর এলাকার শাকিল মিয়া নামে এক যুবক বুধবার সকালে নিজ বাড়ির বাথরুমে ফাঁসিতে আত্মহত্যা করে। পরিবারের লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এলাকা সূত্রে খবর, কিছুদিন আগে শাকিল মিয়ার নাবালিকা প্রেমিকা বিষপান করে আত্মহত্যা করেছিল। তারপর নাবালিকার মা শাকিল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে শুরু করে। নাবালিকার মা শাকিল মিয়ার বিরুদ্ধে পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছে। যদিও মৃত যুবকের পরিবারেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বিষয়টি অস্বীকার করেছে।