জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার সি পি আই এম সদস্য শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল , মুখ্য সচেতক কল্যাণী রায় এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তারা সেখানে প্রয়াত হকের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা ও জানান। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে প্রয়াত হন বক্সনগর কেন্দ্রের সি পি আই এম বিধায়ক শামসুল হক। মৃত্যুকাল কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এবার তিনি প্রথম বিধায়ক হয়েছিলেন। তার বাড়ি সোনামুড়া কুলুবাড়ি বাজার এলাকায়। রেখে গেছেন স্ত্রী ও চার ছেলেকে। এক প্রয়াত ও পুত্রের অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য আগরতলা এসেছিলেন তিনি। কিন্তু তিনি নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন। বুধবার সকাল দশটা নাগাদ বিধানসভার সামনে নিয়ে যাওয়া হলে সেখানে শামসুল হকের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ,মুখ্য সচেতক কল্যাণী রায় এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আরো অনেক। উপাধ্যক্ষ শোক বার্তায় জানান বিধানসভার সদস্য শামসুল হকের মৃত্যুতে রাজ্যের তথা বক্সনগরের অপুরণীয় ক্ষতি হল। মুখ্য সচেতা কল্যাণী রায় বিধানসভার সদস্য শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং প্রয়াতের নিকটজনদের প্রতি সমবেদনা গ্রহণ করেন। মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও বিধায়ক শামসুল হকের মৃত দেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রথমবারের মতো তিনি সি পি আই এমের বিধায়ক হয়ে বিধানসভায় প্রবেশ করেছেন। জনসেবার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে দিতে এসেছিলেন। জন সেবার সেই সুযোগ তিনি আর পেলেন না। তার মৃত্যুতে বক্সনগর আসনটি শূন্য হয়ে পড়ায় এখানেও ধনপুরের সঙ্গে উপ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
Leave a Comment