Site icon janatar kalam

নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বিভিন্ন সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেতাজি স্কুলের পরিকাঠামো উন্নয়নে সহায়তা করবে পুর নিগম। একই সঙ্গে নির্মাণ করে দেবে স্কুলের বাউন্ডারি। সরজমিনে পরিদর্শন করলেন, মেয়র দীপক মজুমদার। রাজ্যের স্বনামধন্য বনেদি বিদ্যালয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বিভিন্ন সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। মূলত পরিচালন কমিটির অনুরোধে মেয়র দীপক মজুমদার বিদ্যালয়ের সমস্যা সমাধানে বুধবার সরজমিনে পরিদর্শন করেছেন। চাক্ষুষ করেছেন বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার ঘরটি। সম্পূর্ণ অব্যবস্থার মাধ্যমে পরিবেশিত হচ্ছে বিদ্যালয়ের মিড ডে মিল। মেয়র উদ্যোগ গ্রহণ করেছে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করে দেওয়ার। বিদ্যালয়টির আরও একটি প্রধান সমস্যা হল, বিদ্যালয়ের পেছনে অনেক জায়গা বেদখল করে নিয়েছে কিছু পরিবার। মেয়র খুব শীঘ্রই জায়গাটি ডিমারগেশন করে বেআইনি দখলদারদের কাছ থেকে উদ্ধার করে পুরো জায়গায় বাউন্ডারি ওয়াল দিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পেছনের কিছু বাড়িঘরের জল স্কুলের ভিতর দিয়ে একটি কাঁচা ড্রেনের মাধ্যমে নিকাশ হচ্ছে। পুর নিগম থেকে এই নিকাশি ব্যবস্থা আরো উন্নত করে পাকা ড্রেন করে দেবে। যাতে করে স্কুলের মাঠের কোন অসুবিধা না হয়। প্রসঙ্গত রাজ্যের তথা রাজধানী আগরতলা শহরের স্বনামধন্য বিদ্যালয়টি প্রথমে সম্পূর্ণ বেসরকারিভাবে গড়ে উঠলেও বর্তমানে গভমেন্ট আন্ডারটেকিং এ চলছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। বিদ্যালয়ের পরিচালন কমিটি সংশ্লিষ্ট সমস্যাগুলির সমাধানের জন্য উপায়ান্তর না দেখে মেয়র দীপক মজুমদারের শরণাপন্ন হয়েছিল। শেষ পর্যন্ত মেয়র নিজে থেকেই উদ্যোগ গ্রহণ করেছে। এদিন বিদ্যালয় পরিদর্শন কালে মেয়র এর সঙ্গে অন্যান্যদের মধ্যে ছিলেন পুর কমিশনার ডঃ শৈলেশ যাদব, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা প্রমুখ।

Exit mobile version