গত ২২ মে চীন-ভারত সীমান্তে কর্তব্যরত অবস্থায় আইস স্লাইডিং এর কারনে শহীদ হন ভারতের বীর সেনা তথা রাজ্যের গর্ব বিজয় দেববর্মা. আজ শহীদ বীর সেনার বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহোদয়, এদিন মুখ্যমন্ত্রী শহীদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলেন এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকার অনুদান দেন. তাছাড়া এই বীর সেনার ভারত মাতার দায়িত্বে কর্তব্যে অনড় থাকার ফলে শহীদ হওয়াটাকে ভারত মাতার সন্তানরা কোনদিন ভুলবেন না বলেও মন্তব্য করেন তিনি. পরবর্তী সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ বিজয় দেববর্মার পরিবার-পরিজনদের প্রতি যে আর্থিক সাহায্য প্রদান করা হবে তা যেন সঠিক সময়ে তাদের হাতে পৌছে যায় সে বিষয়ে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের এলাকার এলাকার বিধায়ক রয়েছেন সবাই মিলে সেদিকে লক্ষ্য রাখবেন বলে জানান, পাশাপাশি শহীদ বিজয় দেববর্মা যে নিষ্ঠার সঙ্গে দেশমাতার কর্তব্যে নিয়োজিত ছিলেন সেই নিষ্ঠার সহিত রাজ্য সরকারও শহীদ বিজয় দেববর্মা পরিবারের প্রতি কর্তব্যপালনে অনড় থাকবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব.
