জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর আগরতলা কলেজ টিলা স্থিত মহাত্মা গান্ধী প্লে সেন্টার প্রতিনিয়তই সংঘটিত করে চলেছে নানা সমাজসেবামূলক কর্মসূচি। বছর ব্যাপী গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এবার ক্লাব কর্মকর্তারা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের প্রদান করল সংবর্ধনা। একই সাথে এলাকার দুস্থ মানুষদের স্বার্থে আয়োজন করা হয় এক স্বাস্থ্য শিবির। রবিবার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য। স্বাস্থ্য শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য ক্লাব কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আগামীদিনেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান সমাজসেবী রাজিব ভট্টাচার্য।