জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বিশালগড় তপোবন আশ্রম স্থিত নবনির্মিত যাত্রীনিবাস এর শুভ দ্বারোঘাটন হয় রবিবার। পাশাপাশি রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় এদিন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, তপোবন আশ্রম মহারাজ সহ অন্যান্য অতিথিরা। ফিতে কেটে নবনির্মিত যাত্রী নিবাস এবং রক্তদান ও স্বাস্থ্য শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনের পর রক্তের ঘাটতির বিষয়টি পর্যবেক্ষণ করে যে আহবান রাখা হয়েছিল জনসাধারণের কাছে তা বর্তমানে রক্তদান উৎসবে পরিণত হয়েছে। যেভাবে জনসাধারণ এবং বিভিন্ন সংস্থা এই ধরনের কর্মসূচিতে এগিয়ে আসছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আগামী দিনও এই ধারা অব্যাহত রাখতে হবে।অন্যদিকে উক্ত অনুষ্ঠানে অল ত্রিপুরা গভমেন্ট ডক্টর এসোসিয়েশনের তরফে বিনামূল্যে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। যার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সিপাহীজলা জেলা কমিটির সভাপতি ডাক্তার জ্যোতির্ময় দাস জানান উক্ত স্বাস্থ্য শিবিরে জেলার বিভিন্ন পিএসসি থেকে চিকিৎসকরা এসেছেন। যেখানে ব্লাড সুগার, প্রেসার পরিমাপ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে।এদিনের এই অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।