Site icon janatar kalam

ত্রিপুরা জেলায় ৫৮,৯০৫টি বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে : শান্তনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৬ সালের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা এবং গোমতী জেলায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাসের সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। আজ রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজ্যের মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা এবং গোমতী জেলাতেই পিএনজি ও সিএনজি পরিকাঠামো সম্প্রসারণ করার জন্য টিএনজিসিএল, পিএনজিআরবি থেকে অনুমোদন পাওয়া গেছে। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত আগরতলা পুর এবং তৎসংলগ্ন এলাকা যেমন খয়েরপুর, রাণীরবাজার, বোধজংনগর, নন্দননগর, শালবাগান, গান্ধীগ্রাম, নরসিংগড়, আমতলি, সূর্যমণিনগর ইত্যাদি এলাকায় গ্যাস পাইপলাইন সম্প্রসারণের কাজ হয়েছে এবং এখনও চলছে। গোমতী জেলার অন্তর্গত উদয়পুর শহরের পালাটানা এলাকা থেকে জগন্নাথ চৌমুহনি এলাকা পর্যন্ত গ্যাস পাইপলাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়েছে এবং উদয়পুর শহরের অবশিষ্ট এলাকায় পাইপলাইন সম্প্রসারণের কাজ চলছে।
শিল্পমন্ত্রী জানান, গত আর্থিক বছর পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ৫৮,৯০৫টি এবং গোমতী জেলার উদয়পুরের মোট ৪৪৫টি বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। চলতি আর্থিক বছরে দুই জেলায় আরও মোট ৫ হাজার বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬টি জেলায় পিএনজি এবং সিএনজি পরিকাঠামো সম্প্রসারণের জন্য পিএনজিআরবি আসাম গ্যাস কোম্পানিকে (এজিসিএল) অনুমোদন
দিয়েছে।

Exit mobile version