Site icon janatar kalam

কেন হচ্ছে না ভিলেজ কাউন্সিল নির্বাচন?: অনিমেষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন এডিসি এলাকায় ভিলেজ কাউন্সিল নির্বাচনে যাচ্ছেনা রাজ্য সরকার। তার আসল উদ্দেশ্য কি ? বিধানসভায় কাট মোশানে আনা প্রশ্নে জানতে চেয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। শ্রী দেববর্মা রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এডিসিতে ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়ার ফলে স্তব্ধ হয়ে পড়েছে উন্নয়ন কাজ। খরচ করা যাচ্ছে না বিভিন্ন ফান্ডের টাকা। সবচেয়ে বড় অভিযোগ, বিএসসি চেয়ারম্যানরা তাদের পরিচিত কিছু সংখ্যক মানুষের নামে বারবার বিভিন্ন প্রকল্পের টাকা একাউন্টে ঢুকিয়ে দিচ্ছে। বর্তমানে এডিসি এলাকায় কর্মচারীদের বেতন দিতে সংকটে পড়তে হচ্ছে প্রশাসনকে। অবিলম্বে যাতে রাজ্য সরকার এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য সচেষ্ট হয় তার জন্য অনুরোধ জানিয়েছেন বিরোধী দলনেতা।

Exit mobile version