জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাতে বহির রাজ্যের ছেলেরা এসে অনায়াসেই টাকার বিনিময়ে পিআরটিসি বের করে নিচ্ছে।আর এই সমস্ত পিআরটিসি দিয়ে রাজ্যের কোটায় থাকা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের চাকরিতে সুযোগ করে নিচ্ছে বহির রাজ্যের ছেলেরা। সম্প্রতি এমনই একটি নজির প্রকাশ্যে এসেছে। এ নিয়ে সদর মহকুমা শাসকের সাথে এক ডেপুটেশনে মিলিত হয়েছে ছাত্র সংগঠন এন এস ইউ আই। এন এস ইউ আই এর বক্তব্য সেনাবাহিনীতে নিয়োগের জন্য এসএসসি জিডি পোস্টে ত্রিপুরার জন্য ৭০০টি পোস্ট বের হয়েছে । এখানে পিআরটিসি বাধ্যতামূল। অভিযোগ অন্যান্য রাজ্যের বিপুল সংখ্যক প্রার্থী অর্থের মাধ্যমে ত্রিপুরার পিআরটিসি করে এসএসসি জিডি পরীক্ষার জন্য দরখাস্ত জমা দিয়েছে। আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে মেডিকেল পরীক্ষা। এই পরীক্ষায় যাতে অবৈধ পিআরটিসি গুলি বাদ দেওয়া হয় তার দাবি জানিয়েছে এন এস ইউ আই।