রাজ্যের অন্যতম বিরোধী দল কংগ্রেস থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি, প্রাক্তন সেবাদল চেয়ারম্যান, বর্তমান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুখময় সাহা. দলীয় সূত্রে জানা যায় বর্তমান প্রদেশ কংগ্রেসের এক্টিং সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এর কার্যকলাপে অসন্তুষ্ট হওয়ার কারণে এবং বর্তমান সভাপতির রাজ্যের মুখ্যমন্ত্রী ও শাসক দলের বিভিন্ন হেভিওয়েট নেতাদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ এনে কংগ্রেস দল ত্যাগ করেন তিনি বলে জানা যায়.