জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৮ সালে বামফ্রন্ট সরকারের যখন পতন হয় তখন তের হাজার কোটি টাকা ঋণ রেখে গিয়েছিল। যে ঋণ পরিশোধ করতে বর্তমান বাজেটে সুদ আসলে ৩০০ কোটি টাকার উপর সংস্থান রাখতে হয়েছে। এই বামফ্রন্টের বর্তমান সরকারের বাজেট নিয়ে কথা বলার আর মুখ নেই। বললেন বিজেপি বিধায়ক রঞ্জিত দাস। শ্রীদাস কংগ্রেস বিধায়কদের উদ্দেশ্য করে বলেন, জোট আমলে কংগ্রেস, জুটমিল করেছিল, চিনির কল করেছিল, টিআরটিসি করেছিল। সেগুলিকে বামফ্রন্ট সরকার শ্মশানে পরিণত করেছে। তারা আর বাজেট নিয়ে কি আলোচনা করবে।