Site icon janatar kalam

শহীদ কানু দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এস এফ আই এর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
১৯৯১ সালে পাঠ্য বইয়ের কালোবাজারি বন্ধের দাবিতে গোটা রাজ্যজুড়ে গড়ে ওঠে দুর্বার ছাত্র আন্দোলন। সেই সময় নয়ই জুলাই এই দাবি আদায়ের লক্ষ্যে উদয়পুর মহকুমা শাসকের নিকট ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে গনডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন ছাত্ররা মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ বাদেই পুলিশ আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা চালায়। তখন পুলিশের গুলিতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। আহতদের মধ্যে একজন ছিলেন ত্রিপুরা সুন্দরী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র কানু দেব। পুলিশের গুলিতে সেদিন মাটিতে লুটিয়ে পড়ে কানু। পরবর্তী সময়ে সে শহীদের মৃত্যুবরণ করে। এরপর থেকেই প্রতিবছর নয় জুলাই দিনটিকে শহীদান দিবস হিসেবে পালন করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। রবিবার আগরতলা মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবনে যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ কানুদেবকে স্মরণ করলো সংগঠনের নেতৃত্ব। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সুলেমান আলী, সম্পাদক সন্দীপন দেবসহ আরো অনেকে। শহীদ কানু দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, এবছর কানু দেবের ৩৩ তম শহীদান দিবস। আজকের দিনেও সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বর্তমান সময়ে শিক্ষার উপর গোটা দেশে ভয়াবহ আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাওয়া চেষ্টা চলছে তার বিরুদ্ধে সংগ্রামে কানু দেব অন্যতম অনুপ্রেরণার নাম।

Exit mobile version