Site icon janatar kalam

২০২৩-২৪ বাজেট নিয়ে বিরোধীদল নেতার তলব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন এর প্রতিক্রিয়া রবিবার ব্যক্ত করেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিন তিনি বিধানসভা ভবনের নিজ অফিসে সাংবাদিক সম্মেলন করে বাজেট সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যাক্ত করার পূর্বে বিধানসভায় নীলছবি কাণ্ডে শাসক দলীয় বিধায়কের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্পীকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেন। কেন এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হল না এই প্রশ্নও এদিন তুলেন তিনি। এদিন বিরোধী দলনেতা বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়ায় বলেন বিগত বছরের বাজেটের একটা প্রতিলিপি স্বরূপ হল এই বাজেট। এক কথায় কাট এন্ড পেস্ট। এই বাজেটে রেভিনিউ বাজেটের তুলনায় ক্যাপিটাল বাজেট খাতে বেশি থাকা প্রয়োজন ছিল। প্রস্তাবিত বাজেটে খুবই ন্যুনতম ভাগ অর্থাৎ মোট বাজেটের ২.৭৫ শতাংশ টি টি এ ডি সি’র জন্য রাখা হয়েছে। মাত্র ৬৭২ কোটি টাকা দেওয়া হয়েছে। যার সিংহভাগ অর্থাৎ ৫৮০ কোটি টাকা ব্যয় হয়ে যাবে কর্মচারীদের বেতন, পেনসন ইত্যাদি খাতে। আর বাকি যা থাকবে তা দিয়ে কতটুকু টি টি এ ডি’তে উন্নয়ন করা যাবে এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি।এদিন তিনি বাজেটের বিভিন্ন দিক নিয়ে তাঁর প্রতিক্রিয়া দেন। বলেন অর্থমন্ত্রী তাঁর প্রস্তাবিত বাজেটে ১৭৭ টি স্টেটমেন্ট দিয়েছেন। এর মধ্যে যে কাজ গুলি হয়ে গেছে এর উল্লেখ বেশি রয়েছে। যা হবে এই কথা অনেক কম উল্লেখ করেছেন। আর আশা আছে অনেক বেশি। বিগত বাজেটেও যে কথা বলা হয়েছিল তা পুরন করে নি রাজ্য সরকার। এই অভিযোগও করেন তিনি। প্রসঙ্গক্রমে উল্লেখ করেন রাজ্যে যে ন্যাশানাল হাইওয়ে তৈরি হচ্ছে এর গুন গত মান ঠিক ভাবে হচ্ছে না। এই প্রসঙ্গে রাজ্য সরকার একদম চুপ। কোন কমিটি নেই। কোন ইন্সপেকশন কোন কিছুই না। আর রাজ্য সড়কের তৈরির গতি নিয়েও এদিন উস্মা প্রকাশ করেন তিনি। পাশাপাশি রাজ্যের রেশন সপ গুলিতে ক্রমাগত হানাদারির কথাও এদিন উল্লেখ করেন তিনি। এছাড়া প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা বিভিন্ন বিষয় নিয়ে এদিন সরব হন তিনি।

Exit mobile version