Site icon janatar kalam

মৃত শিশু কন্যাদের পরিবারকে সরকার করল আর্থিক সাহায্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলে ডুবে মৃত দুই কন্যা শিশুর পরিবারের হাতে চার লক্ষ করে ৮ লক্ষ টাকা তুলে দিল উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রসঙ্গত মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন গোকুলনগর এডিসি ভিলেজের মানিকবাজার ও পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার দুই শিশু কন্যা খেলার ছলে পুকুরের জলে ডুবে মারা যায়। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছিল পরিবার-পরিজনদের মধ্যে।মঙ্গলবার রাজ্য সরকার কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে বুধবারই মন্ত্রী বিকাশ দেববর্মার হাত দিয়ে মৃত শিশু কন্যার পরিবার গুলির হাতে চার লক্ষ করে মোট আট লক্ষ টাকার চেক তুলে দিয়েছে। সেদিন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মৃতদের পরিবার-পরিজনদের আশ্বাস দিয়ে বলেন , মৃতদের জন্য এটুকু সাহায্যই যথেষ্ট নয়, রাজ্য সরকার সর্বক্ষণ পরিবার গুলির পাশে থাকবে।

Exit mobile version